506342_Wanted 468x60

রবিবার, ১৫ মে, ২০১১

Missing Message Header of Outlook Express Messages


The following tutorial will explain how to correct the missing message header when printing Outlook Express 6 messages. When the user tries to print emails from outlook express, the email might print fine, but with the To: From: message header printed as (To:xxx@xxx.com, From:xxx@xxx.com, etc). In other cases, emails might not print the header at all. In both cases, the message content is still printed just fine. Those who have installed internet Explorer 7 on a Windows XP system might experience this problem.
Printing the Message Header of Outlook Express Messages:
  1. Launch Internet Explorer and from within navigate to File -> Page Setup
  2. Set your Top and Bottom Margins to 0 and click OK
IE Page Setup
  1. Try Printing your email messages again and the headers should appear!

DLL Error Basics


What are DLL files?
Dynamic Link Library (DLL) files are dynamic code libraries that are used by Windows operating systems, device drivers, and various Windows-based applications to perform specific tasks on the computer. The popularity of DLL files is governed by the fact that it reduces the need to include the same code again and again in different applications. With DLLs, you just need to write the code once as a DLL, and then program your application to call on this DLL file whenever it needs to perform the specific task.
What causes DLL errors?
Because the number of DLL files on a Windows system is quite large, DLL errors can occur due to several reasons. Some of the most common causes of DLL errors are listed below:
  • One or more DLL files required by an application or device driver are missing, corrupt or obsolete.
  • A required DLL is overwritten by an older or incompatible version when you install an application. For instance, Msvcp71.dll and Msvcr71.dll errors may occur if the DLL files are overwritten or deleted when you install or uninstall an application using them.
  • Problems or bugs in applications that are using the DLL file.
  • Existence of multiple versions of same application on the system. For instance, msoe.dll error occurs due to the existence of both Outlook Express 5 and Outlook Express 6 versions on the same computer.
  • There invalid or incorrect entries in the registry. For example, Shell32.dll error may occur due to problems in the registry.
  • Virus and spyware infections.
If DLL errors become a common affair on a computer, the computer is said to be in DLL hell.
How to fix and prevent DLL errors?
If the DLL error starts occurring soon after you have installed a new application on your computer, it is quite likely that some important DLL files are overwritten by their older versions. In order to fix this problem, first try to check on this application�s Web site if any update for this new program is available. If it is there, updating your program might resolve the error. If it does not, try to look for a newer version of the overwritten DLL file on other computers or on the Web and copy them to their respective folders on the system. You may have to use the regsvr32 command to register the files on your system. 

Decreasing Boot Time


Microsoft has made available a program to analyze and decrease the time it takes to boot to WindowsXP
The program is called BootVis
  1. Uncompress the file.
  2. Run BOOTVIS.EXE
  3. For a starting point, run Trace / Next Boot + Driver Delays
  4. This will reboot your computer and provide a benchmark
  5. After the reboot, BootVis will take a minute or two to show graphs of your system startup.
  6. Note how much time it takes for your system to load (click on the red vertical line)
  7. Then run Trace / Optimize System
  8. Re-Run the Next Boot + Drive Delays
  9. Note how much the time has decreased
  10. Mine went from approximately 39 to 30 seconds.

Creating a Shutdown/Reboot Icon


WindowsXP has a program called SHUTDOWN.EXE which allows you to easily create icons to shutdown or restart your computer.
To create a shutdown shortcut on the desktop:
  1. Right click on an open area of the desktop
  2. Select New / Shortcut
  3. Enter in "shutdown -s -t 00" - no quotes
  4. Press the Next button
  5. For the name, enter in anything you like. I just use shutdown. Click on the Finish button.
For a reboot, enter "shutdown -r -t 00"
Shutdown [{-l|-s|-r|-a}] [-f] [-m [\\ComputerName]] [-t xx] [-c "message"] [-d[u][p]:xx:yy]
Parameters
  • -l - Logs off the current user, this is also the defualt. -m ComputerName takes precedence.
  • -s - Shuts down the local computer.
  • -r - Reboots after shutdown.
  • -a - Aborts shutdown. Ignores other parameters, except -l and ComputerName. You can only use -a during the time-out period.
  • -f - Forces running applications to close.
  • -m [\\ComputerName] - Specifies the computer that you want to shut down.
  • -t xx - Sets the timer for system shutdown in xx seconds. The default is 20 seconds.
-c "message" - Specifies a message to be displayed in the Message area of the System Shutdown window. You can use a maximum of 127 characters. You must enclose the message in quotation marks

How to create trademark and copyright symbols


How to create trademark and copyright symbols: The following short tutorial explains how to create those neat circled C copyright, circled R registered trademark and TM trademark symbols. These symbols are often considered more visually appealing and generally produce less clutter than standard text.
Creating TM and Copyright symbols in Windows:
Hold down the Alt key and type a 4 number combination on the keyboard numpad.
Alt 0169 = �
Alt 0153 = �
Alt 0174 = �
Creating TM and Copyright symbols using HTML:
HTML symbols can be created using the same number combination but are preceded by &# and end with a semi-colon.
© = �
™ = �
® = �
Creating TM and Copyright symbols with Word:
To create these symbols with Word, simply press a three key combination. Ctrl + Alt + (C,T or R)
Ctrl + Alt + C = �
Ctrl + Alt + T = �
Ctrl + Alt + R = �

Windows logs off automatically while login


We have been receiving mails from several readers that they are not able to login to Windows. As soon as they login, the windows show applying your settings, saving your settings and logs off automatically without logging in. This situation is really very troublesome and gets onto the nerves of a person who needs his computer badly for some important work.
The main reasons behind this problem is a corruption in the registry key which holds the value of the files which are executed while login to windows. This registry key can get either replaced with some incorrect value or it might get corrupt due to some virus / trojan activity. Lets see how to fix this issue.
We need to remotely access the infected computer from another computer on same network. Then we need to correct the registry key for userinit under winlogon.
Lets see the steps one by one:
1. Connect the infected computer to a network which has at least one healthy computer connected. Power on both of the computers.
2. From the healthy computer, Go to Start > Run, type regedit.exe and press enter. This will launch the registry editor.
3. Go to File > Connect Network Registry, by using this infected computer’s name or IP address.
4. Locate this entry
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon\
5. At this entry there is a key names userinit, double click on the key and set its value to “C:\WINDOWS\System32\userinit.exe,“
Exit the registry editor, restart the infected computer. This is it. This will work for most of the computers.
For those computers which still don’t let you login, you need to run a repair setup on such computers.To run a recovery setup, see this link.

শুক্রবার, ৬ মে, ২০১১

ফাইন্যান্সিয়াল আইটি কেস প্রতিযোগিতার সময় বাড়ল

আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তির সেবা বা সফটওয়্যার তৈরির প্রতিযোগিতা সিটি ফাইন্যান্সিয়াল আইটি কেস কম্পিটিশনে অংশগ্রহণের সময়সীমা বাড়িয়েছে আয়োজক ডি.নেট ও সিটিব্যাংক এনএ বাংলাদেশ। আগামী ১৫ মের মধ্যে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানা যাবে http://cficc.dnet.org.bd ঠিকানার ওয়েবসাইট থেকে।

মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

বাংলা কথায় ইন্টারনেট ব্রাউজিং

সম্প্রতি ভারতীয় গবেষকরা ইন্টারনেট ব্রাউজিং আরো সহজ করতে একটি প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পে মাউস কিবোর্ড ছাড়াই কেবল কণ্ঠস্বর ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাবে। গবেষকদের মতে, এই প্রকল্পে কণ্ঠস্বর শনাক্তে যে সফটওয়্যারটি তৈরি করা হবে তাতে বাংলাসহ ৪টি ভাষা ব্যবহার করা যাবে। এই পদ্ধতিতে মৌখিকভাবে কম্পিউটারে কমান্ড দিয়েই ইন্টারনেট ব্রাউজ করা যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।http://it-solution-arifur.blogspot.com/2011/04/blog-post.html

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ডিএসি) গবেষকরা এই প্রকল্প শুরু করেছেন।  কন্ঠস্বরভিত্তিক এই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজি, হিন্দি, উর্দু এবং বাংলা ভাষায় ইন্টারনেট ব্রাউজিং করা যাবে।http://it-solution-arifur.blogspot.com/2011/04/blog-post.html

গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তিতে কম্পিউটারের সামনে বসে ব্যবহারকারী তার ব্রাউজিং করার বিষয়টি বলবেন। এরপর সফটওয়্যারটি তার সেই কথাকে টেক্সট রূপ দিয়ে ব্রাউজ করবে।

গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে যারা কম্পিউটারে টাইপ করতে পারেন না তাদেরও 
http://it-solution-arifur.blogspot.com/2011/04/blog-post.htmlইন্টারনেট ব্রাউজিং-এর সুবিধা হবে ।

ফেসবুক : নতুন সেটিংসের পয়লা পাঁচ


সম্প্রতি ফেসবুকের সকল প্রাইভেসি সেটিংস আবারো আপডেট করা হয়েছে। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আপডেটেড প্রাইভেসিতে যোগ করা হয়েছে বেশকিছু নতুন অপশন। ফেসবুক জানিয়েছে, ব্যক্তিগত তথ্যাদির উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াতেই মূলত নতুন অপশনগুলো যোগ করা হয়। তবে প্রাইভেসি সেটিংস আপগ্রেড করার পর থেকেই প্রযুক্তি বিশেষজ্ঞদের সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। খবর অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে, নতুন প্রাইভেসি সেটিংসের ভালো-খারাপ উভয় দিকই রয়েছে। তারা জানিয়েছেন- অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ব্যক্তিগত তথ্য এবং পোস্ট সবার সামনে উন্মুক্ত রাখার জন্য ফেসবুক পরোক্ষভাবে ব্যবহারকারীদের উদ্বুদ্ধই করছে।

আসুন, নতুন পরিস্থিতিতে ফেসবুকের নতুন নিরাপত্তা পদ্ধতির গুরুত্বপূর্ণ পাঁচটি দিক জেনে নেয়া যাক।

সার্চ সেটিংস

নতুন সেটিংসে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ের অন্তর্ভূক্ত হয়ে যেতে পারে। অনেকেই বলছেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন ও পাবলিক লিস্টিংয়ে অন্তর্ভূক্ত না হওয়ার অপশন চালু রাখার পরও নতুন প্রাইভেসি সেটিংসের সঙ্গে সঙ্গে তাদের প্রোফাইলও জনসম্মুখে প্রকাশ হয়ে যাচ্ছে; যা ব্যক্তিগত গোপনীয়তার নীতি বিরুদ্ধ।

তবে আপনি চাইলে সার্চ সেটিংস এর পরিবর্তন করতে পারেন। প্রাইভেসি সেটিংস অপশন থেকে ‘অ্যালাউ ইনডেক্সিং’ চেকবক্স থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলেই আপনার প্রোফাইল বাইরের কেউ খুঁজে পাবে না।

প্রাইভেসি সেটিংসে পাসওয়ার্ড বলয়

ফেসবুক জানিয়েছে, নতুন প্রাইভেসি সেটিংসের আওতায় আপনি প্রাইভেসি সংক্রান্ত যে কোনো কিছু আপডেট করার সময় প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ, আপনি লগইন থাকাকালীন অন্য কেউ যাতে আপনার প্রাইভেসি সেটিংস বদলে দিতে না পারেন, সে জন্যই নিরাপত্তার এই বাড়তি স্তর। এতে করে পুনরায় পাসওয়ার্ড ব্যবহার না করে প্রাইভেসি সেটিংসে কোনো পরিবর্তন আনা যাবে না।

তবে অনলাইন সংবাদ সংস্থা এমএসএনবিসি’র প্রতিবেদক জানিয়েছেন, তিনি বারবার পাসওয়ার্ড দেয়া ছাড়াই প্রাইভেসি সেটিংসে পরিবর্তন করতে পেরেছেন। তিনি আরো জানান, প্রাইভেসি সেটিংসে বিভিন্ন বিষয় কোনোরকম নিরাপত্তা বলয় ছাড়াই তিনি পরিবর্তন করতে পেরেছিলেন। অর্থাৎ, তার বেলায় এভাবে বারবার পাসওয়ার্ড চাওয়া হয়নি।

পরে অবশ্য তিনি জানিয়েছেন যে, প্রাইভেসি আপডেটের প্রায় আধা ঘণ্টা পর পাসওয়ার্ডের এই বাড়তি বলয়টি কার্যকরী হয়। আগে ঘোষণা দিয়ে পরে সুবিধা সক্রিয় করার তীব্র সমালোচনা করেন তিনি।

পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন

ফেসবুকের পরিবর্তিত প্রাইভেসি সেটিংসে রয়েছে পাবলিকলি অ্যাভেইলেবল ইনফরমেশন, সংক্ষেপে পিএআই। এর অধীনে আপনার প্রোফাইলের ছবি, আপনি যেসব পেজের ফ্যান সেসব পেজের তালিকা, জেন্ডার, ধর্ম, নেটওয়ার্ক ইত্যাদি তথ্যাদি সবার প্রতি উন্মুক্ত হয়ে যাবে। অর্থাৎ, চাইলেই যে কেউ আপনার সম্পর্কে এসব তথ্য সার্চ ফলাফল পাতা থেকে জানতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি সার্চ পাতায় নিজের প্রোফাইল উন্মুক্ত রাখছেন। প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, এইসব তথ্য মুছে ফেলার কোনো উপায় নেই বললেই চলে। সার্চ পাতায় নিজেকে দৃশ্যমান রাখতে হলে উপরোক্ত তথ্যগুলোও প্রকাশ করতে হবে; যা ব্যক্তিগত গোপনীয়তার প্রশ্নে খানিকটা অস্বস্তিকরই বটে।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এমন কোনো সামাজিক সংগঠন বা প্রতিষ্ঠানের ফেসবুক পেজের ফ্যান হয়ে থাকেন যার সম্পর্কে আপনার ফেসবুক বন্ধু বা অন্য কাউকে জানাতে চান না, তাহলে নতুন এই পদ্ধতির আওতায় তা সম্ভব নয়। কেননা, সার্চ ফলাফলে আপনি নিজেকে দৃশ্যমান রাখতে গেলে স্বয়ংক্রিয়ভাবেই এসব তথ্য সবার সামনে চলে আসবে, যা ফেসবুকের নতুন এই প্রাইভেসি আপডেট সমালোচিত হওয়ার অন্যতম মূল কারণ।

বিশেষ নিয়ন্ত্রণ সুবিধা

পিএআই ফেসবুক প্রাইভেসির একটি বিতর্কিত দিক হলেও ফেসবুকে আপনার অন্যান্য কর্মকান্ডের উপর আপনি পাচ্ছেন পূর্ণ নিয়ন্ত্রণ। এমনকি আপনি যখন প্রতিবার স্ট্যাটাস আপডেট করেন, তখনই ঠিক করে দিতে পারবেন কে কে এই পোস্ট বা স্ট্যাটাস দেখতে পারবেন এবং কে কে এই পোস্ট দেখতে পারবেন না। একইভাবে আপলোড করা ছবির বেলাতেও আপনি প্রাইভেসি লেভেল নির্দিষ্ট করে দিতে পারবেন।

ফেসবুকের নতুন এই প্রাইভেসি সেটিংস একইসঙ্গে প্রশংসা এবং সমালোচনা দুইই কুড়াচ্ছে। কিছু কিছু আপডেট সত্যিকার অর্থেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কার্যকর। অন্যদিকে কিছু ব্যাপার আবার মোটেই সন্তোষজনক নয়।

ফেসবুক প্রাইভেসি আপডেটে ব্যবহারকারীদের তথ্য সবার প্রতি উন্মুক্ত করে দিতে পরোক্ষভাবে আহ্বান করা হয় বলে দাবি করেছেন একাধিক প্রযুক্তিবিদ। তাদের মতে, গুগলের রিয়েল-টাইম সার্চ রেজাল্টের মাধ্যমে বাড়তি হিট পাওয়ার আশায়ই ফেসবুক ব্যবহারকারীদের প্রাইভেসি আপডেট করতে বলছে, যদিও সোজা-সাপ্টা ভাষায় ফেসবুক তেমন কিছু বলেনি। অন্যদিকে অনেক প্রযুক্তিবিদদের ধারণা, ফেসবুক নকল করতে চাচ্ছে টুইটারের আইডিয়া, যা সম্ভব নয় বলেই মনে করেন তারা।

কিন্ডল রিডারে বই ধার দেবে অ্যামাজন

অনলাইন রিটেইলার জায়ান্ট অ্যামাজন-এর কর্তৃপক্ষ সম্প্রতি তাদের কিন্ডল ই-বুকের জন্য বই ধার দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, অ্যামাজনের কিন্ডল ই-বুক ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লাইব্রেরির বই পড়া যাবে এ বছরের শেষ দিক থেকে। খবর রয়টার্স-এর।http://it-solution-arifur.blogspot.com/

অ্যামাজন কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিন্ডল ব্যবহারকারীরা  ১১ হাজার লাইব্রেরি থেকে ধার করে ই-বুক পড়ার সুযোগ পাবেন।http://it-solution-arifur.blogspot.com/

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৭ সালে কিন্ডল বাজারে আনে অ্যামাজন। কিন্ডলের জন্য বেশিরভাগ ই-বুক ৯.৯৯ ডলারে বিক্রয় করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বার্নস অ্যান্ড নোবল এর নুক ই-বুক রিডার এবং অ্যাপলের আইপ্যাড বাজারে আসার ফলে প্রতিদ্বন্দিতার মুখে পড়েই বই পড়ার নতুন এ সুযোগ চালু করছে অ্যামাজন।

২০০৯ সালে বাজারে নামার সময় থেকেই ধার করে ই-বুক পড়তে দেবার সুযোগ রয়েছে নুক রিডারে।