আমাদের মধ্যে বেশির ভাগ ব্যবহারকারীই উইন্ডোজ এক্সপি ব্যবহার করে। আর উইন্ডোজ ইনস্টল করার ফলে উইন্ডোজের বিভিন্ন ফাইল সমূহ ইনস্টল হয়। এই ফাইল গুলো (যেমনঃ .sys, .dll) যদি কোন কারণ বশতঃ মুছে যায় তখন কী করবেন? এক্ষেত্রে আপনাকে বেশ বিপাকে পড়তে হয়, তখন আপনাকে উইন্ডোজ ইন্সটল বা রিপেয়ার করতে হয় এছাড়া আপনার কোন পথ নেই। ফাইল মুছে গেলে কম্পিউটার আর চালু হয় না, কালো পর্দার উপরে This file is missing এধরনে লেখা এবং মিসিং ফাইলের পাথ দেখা যায়।
যাক এখন আসি মিসিং ফাইলকে নিয়ে কি করা যায়? আপনার কাছে যদি উইন্ডোজ এক্সপির লাইভ সিডি থাকে তাহলে কোন চিন্তাই নেই। এবার আসেন কাজে… প্রথমে লাইভ সিডিটি সিডি রমে প্রবেশ করিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন এবং লাইভ সিডি দিয়ে কম্পিউটার বুট করান। এবার সিডির I386 ফোল্ডারে যান ও মিসিং ফাইলটি কপি করে C:\Windows (যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ ফোল্ডারে থাকে) ফোল্ডারে পেষ্ট করুন। এবার কম্পিউটার রিস্টার্ট দিন ও সিডি খুলে ফেলুন। দেখুন কম্পিউটার আগের মতো ওপেন হচ্ছে
যাক এখন আসি মিসিং ফাইলকে নিয়ে কি করা যায়? আপনার কাছে যদি উইন্ডোজ এক্সপির লাইভ সিডি থাকে তাহলে কোন চিন্তাই নেই। এবার আসেন কাজে… প্রথমে লাইভ সিডিটি সিডি রমে প্রবেশ করিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন এবং লাইভ সিডি দিয়ে কম্পিউটার বুট করান। এবার সিডির I386 ফোল্ডারে যান ও মিসিং ফাইলটি কপি করে C:\Windows (যদি আপনার কম্পিউটারে উইন্ডোজ ফোল্ডারে থাকে) ফোল্ডারে পেষ্ট করুন। এবার কম্পিউটার রিস্টার্ট দিন ও সিডি খুলে ফেলুন। দেখুন কম্পিউটার আগের মতো ওপেন হচ্ছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন