506342_Wanted 468x60

বুধবার, ২ মার্চ, ২০১১

ফোল্ডার বা ড্রাইভকে লক করুন কোন সফট ছাড়াই......

আমরা অনেকেই নিরাপত্তার জন্য কত কিনা করি।আর যদি সফট ছাড়াই নিরাপত্তা দেয়া যায় তাহলে কেমন হয় ।বিষয়টি বেশ মজার ।

এবার কাজের কথায় আসি।প্রথমে আমাদের সব ড্রাইভকে এন টি এফ এস করতে হবে। সাধারনত অনেকের ড্রাইভ ফ্যাট ৩২ তে থাকে ।আপনারা জানেন যে ফ্যাট ৩২’র থেকে এন টি এফ এস এ ডাটা বেশি সুরক্ষিত থাকে। যারা ফ্যাট ৩২ ব্যবহার করেন তারা হিডেন ফাইল সো করে তারপর
(1)Hide extensions ও(2)Hide protected থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Apply এবং ok করুন ।

এবার সিষ্টেম ইনফরমেশনে প্রবেশ করুন ।দেখবেন সহজেই ঢুকতে পারছেন। কিন্তু যদি আপনি এন টি এফ এস ব্যবহার করতেন তাহলে ঢুকতে পারতেন না ।অনেক ভাইরাস সিষ্টেম ইনফরমেশনকেই নিরাপদ স্থান মনে করে । আপনি এই কাজটি পার্টিসন ম্যাজিক সফটওয়ার দিয়ে করতে পারেন ।অথবা নিচের পদ্ধতিটি দেখতে পারেন ।
ধরি আপনার পেন ড্রাইভ k,তাহলে প্রথমে একটি নোট প্যাড ওপেন করি এবং তাতে convert k: /FS:NTFS লিখে k.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।দেখবেন পেন ড্রাইভের কোন ডাটা মুছেনি শুধু ফ্যাট ৩২ থেকে এন টি এফ এস হয়ে গেছে।এভাবে আপনার অন্যান্য ড্রাইভ গুলোকে পরিবর্তন করে নিন।

convert c: /FS:NTFS লিখে c.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
convert d: /FS:NTFS লিখে d.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।
convert e: /FS:NTFS লিখে e.bat নামে সেভ করি।মনে রাখবেন save as type হবে all files।

আমাদের কাজ প্রায় শেষের দিকে।এবার NTFS কৃত ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান দেখবেন সিকিউরিটি বলে কোন ট্যাব নাই।
সিকিউরিটি ট্যাব আনতে আমাদের যা করতে হবে।folder options থেকে view tabএ যান এবংuse simple file sharing থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Apply এবং ok করুন । এবার NTFS কৃত ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান দেখবেন সিকিউরিটি ট্যাব আছে। এবার যে ড্রাইব বা ফোল্ডার লক করবেন তার প্রোপার্টিজ এ যান এবং সিকিউরিটি ট্যাবে ক্লিক করুন দেখবেন Allow এবং Deny লেখা দেখতে পাবেন। এবার Allow থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Deny তে টিক চিহ্ন দিন ব্যাস কাজ শেষ। এবার দেখুন সেই ড্রাইব বা ফোল্ডারটি লক হয়ে গেছে। যাতে অন্যরা সিকিউরিটি ট্যাব না পায় সে জন্য folder options থেকে view tab এ যান এবং use simple file sharing এ টিক চিহ্ন দিয়ে Apply এবং ok করুন।কোন ফোল্ডার কে যখন লক করতে চাইবেন আপনারা দেখবেন Allow এর সব বক্সে টিক চিহ্ন আছে শুধু special permissions বক্সে টিক চিহ্ন নাই । মোট কথা যা আছে তাই থাক ।তবে আমি বলবো লক করার জন্য শুধু মাত্র Deny এর Read বক্সে টিক চিহ্ন দিন ।এবার Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন। ফোল্ডারটি লক হয়ে যাবে । আবার যখন আনলক করবেন তখন Deny এর Read বক্স থেকে টিক চিহ্ন তুলে দিন ।এবার Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন। আর ড্রাইভ লক করার জন্য Allow থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Deny তে সব টিক চিহ্ন দিন Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন ব্যাস কাজ শেষ।আর আনলক করার সময় Deny থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Allow তে সব টিক চিহ্ন দিন Apply তে ক্লিক করুন yes করুন তারপর ok করুন।
বি:দ্র: Group or user names: যা আছে তাই থাক না বুঝে কিছু করবেন না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন