অনলাইন রিটেইলার জায়ান্ট অ্যামাজন-এর কর্তৃপক্ষ সম্প্রতি তাদের কিন্ডল ই-বুকের জন্য বই ধার দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে, অ্যামাজনের কিন্ডল ই-বুক ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লাইব্রেরির বই পড়া যাবে এ বছরের শেষ দিক থেকে। খবর রয়টার্স-এর।http://it-solution-arifur.blogspot.com/
অ্যামাজন কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিন্ডল ব্যবহারকারীরা ১১ হাজার লাইব্রেরি থেকে ধার করে ই-বুক পড়ার সুযোগ পাবেন।http://it-solution-arifur.blogspot.com/
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৭ সালে কিন্ডল বাজারে আনে অ্যামাজন। কিন্ডলের জন্য বেশিরভাগ ই-বুক ৯.৯৯ ডলারে বিক্রয় করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বার্নস অ্যান্ড নোবল এর নুক ই-বুক রিডার এবং অ্যাপলের আইপ্যাড বাজারে আসার ফলে প্রতিদ্বন্দিতার মুখে পড়েই বই পড়ার নতুন এ সুযোগ চালু করছে অ্যামাজন।
২০০৯ সালে বাজারে নামার সময় থেকেই ধার করে ই-বুক পড়তে দেবার সুযোগ রয়েছে নুক রিডারে।
অ্যামাজন কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিন্ডল ব্যবহারকারীরা ১১ হাজার লাইব্রেরি থেকে ধার করে ই-বুক পড়ার সুযোগ পাবেন।http://it-solution-arifur.blogspot.com/
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৭ সালে কিন্ডল বাজারে আনে অ্যামাজন। কিন্ডলের জন্য বেশিরভাগ ই-বুক ৯.৯৯ ডলারে বিক্রয় করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বার্নস অ্যান্ড নোবল এর নুক ই-বুক রিডার এবং অ্যাপলের আইপ্যাড বাজারে আসার ফলে প্রতিদ্বন্দিতার মুখে পড়েই বই পড়ার নতুন এ সুযোগ চালু করছে অ্যামাজন।
২০০৯ সালে বাজারে নামার সময় থেকেই ধার করে ই-বুক পড়তে দেবার সুযোগ রয়েছে নুক রিডারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন