506342_Wanted 468x60

মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

বাংলা কথায় ইন্টারনেট ব্রাউজিং

সম্প্রতি ভারতীয় গবেষকরা ইন্টারনেট ব্রাউজিং আরো সহজ করতে একটি প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পে মাউস কিবোর্ড ছাড়াই কেবল কণ্ঠস্বর ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যাবে। গবেষকদের মতে, এই প্রকল্পে কণ্ঠস্বর শনাক্তে যে সফটওয়্যারটি তৈরি করা হবে তাতে বাংলাসহ ৪টি ভাষা ব্যবহার করা যাবে। এই পদ্ধতিতে মৌখিকভাবে কম্পিউটারে কমান্ড দিয়েই ইন্টারনেট ব্রাউজ করা যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।http://it-solution-arifur.blogspot.com/2011/04/blog-post.html

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সি-ডিএসি) গবেষকরা এই প্রকল্প শুরু করেছেন।  কন্ঠস্বরভিত্তিক এই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজি, হিন্দি, উর্দু এবং বাংলা ভাষায় ইন্টারনেট ব্রাউজিং করা যাবে।http://it-solution-arifur.blogspot.com/2011/04/blog-post.html

গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তিতে কম্পিউটারের সামনে বসে ব্যবহারকারী তার ব্রাউজিং করার বিষয়টি বলবেন। এরপর সফটওয়্যারটি তার সেই কথাকে টেক্সট রূপ দিয়ে ব্রাউজ করবে।

গবেষকরা জানিয়েছেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে যারা কম্পিউটারে টাইপ করতে পারেন না তাদেরও 
http://it-solution-arifur.blogspot.com/2011/04/blog-post.htmlইন্টারনেট ব্রাউজিং-এর সুবিধা হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন