506342_Wanted 468x60

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

চালু হলো ইন্টারনেট এক্সপ্লোরার ৯

সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরারের সর্বশেষ সংস্করণ ইন্টারনেট এক্সপ্লোরার ৯ (আইই৯) অবমুক্ত করেছে। নানা ধরনের বৈশিষ্ট্যসমৃদ্ধ নতুন আসা এ ব্রাউজার আগের চেয়ে অনেক উন্নত এবং এতে রয়েছে বেশকিছু সুবিধা। নতুনভাবে বাজারে জনপ্রিয়তা পেতে নতুন এ সংস্করণ নিয়ে বেশ আশাবাদী মাইক্রোসফট।
এর আগে ২০০৩ সালে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীর হার ছিল প্রায় ৯৭ শতাংশ যা বর্তমানে কমে ৬০ শতাংশে নেমেছে। এক্সপ্লোরারকে পেছনে ফেলে জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম। সম্প্রতি ফায়ারফক্সের নতুন সংস্করণ চালু হওয়ার পর এটি বাজারের প্রায় এক-চতুর্থাংশ দখল করে নিয়েছে এবং এর পরেই রয়েছে গুগল ক্রোমের অবস্থান।
তবে বাজার শেয়ারের দিক দিয়ে এগিয়ে থাকা ইন্টারনেট এক্সপ্লোরার কারিগরি নানা ধরনের দুর্বলতার কারণে পিছিয়ে পড়ছে। শুরুতে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ইন্টারনেট এক্সপ্লোরার৯-এ ব্যবহারকারীরা এ ব্রাউজারে ডিফল্ট উইন্ডো হিসেবে ব্যবহার করতে পারবেন। এখন নতুনভাবে জনপ্রিয়তা ফিরে পেতে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী নতুন নানা বৈশিষ্ট্য এবং নিরাপত্তার দিকটির দিকে গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

ইন্সটল Windows XP সরাসরি hard drive হতে

ইন্সটল Windows XP সরাসরি hard drive হতে Windows 98 মাধ্যমে:

Windows 98 বুট করুন
XP CD সিডি রিডার এ দিন
Explore Windows XP
কপি করুন i386,আপনার C:\ ড্রাইভ এ
C:\i386 ফোল্ডার
এবং রান করুন winnt32.exe
setup চালু করতে সরাসরি hard drive হতে

বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০১০

what can i make to be on top 10 pages on google ?

I have submitted my website to other search engines, i posted some of my articles on engine and so on , and i have a lot of banners on the internet every day. The only visitors came just from those banners . Not even a single one came from some search engines. Can you please help me with some good tips ? I will never forget you if you will make me be on top 10 pages .

নির্বাচিত অংশ প্রিন্ট করুন

অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে বা ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) বিভিন্ন পেইজ দেখার সময় অনেক কিছু প্রিন্ট করার প্রয়োজন হয়। কোনো পেইজ থেকে নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট করার জন্য প্রথমে যে অংশটুকু প্রিন্ট করতে চান, সে অংশটুকু নির্বাচন করুন। তারপর ওপরে File থেকে Print-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে সেখান থেকে Selection নির্বাচন করে ok তে ক্লিক করুন। দেখবেন শুধু নির্বাচিত অংশ প্রিন্ট হয়েছে।

সহজে তৈরি করুন কিবোর্ডের শর্টকাট কি
কম্পিউটারে যে গান, ফোল্ডার বা প্রোগ্রামটিকে খুলতে সেটির শর্টকাট কি তৈরি করার জন্য প্রথমে সেই প্রোগ্রামটির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Desktop (create shortcut)-এ ক্লিক করুন। দেখবেন Desktop-এ সেই প্রোগ্রামটির একটি শর্টকাট কি তৈরি হয়েছে। এখন সেই শর্টকাট কি-এর ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রপার্টিজে যান। তারপর Shortcut key বক্সে ক্লিক করে কিবোর্ড থেকে কোনো একটি কি নির্বাচন করে ok তে ক্লিক করুন। এখন কিবোর্ড থেকে Ctrl+Alt কি চেপে ধরে ওই কি চাপুন। দেখবেন আপনার প্রোগ্রামটি খুলবে। 
মো. আমিনুর রহমান

র‌্যাম সুস্থ রাখার সফটওয়্যার
‘র‌্যামরাস’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে র‌্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়। মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/ram-optimize-software.html ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র‌্যামের গতি আগের চেয়ে কিছুটা বাড়বে। এ ছাড়া র‌্যামের জায়গা কখনো ৮ শতাংশের কম ফ্রি হলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে অপটিমাইজের মাধ্যমে র‌্যামের জায়গা বৃদ্ধি করবে। 
খালেদ মাহমুদ খান

এক সফটওয়্যারে সব ফাইল
ইউনিভার্সেল ভিউয়ার সফটওয়্যার থাকলে সফটওয়্যার ইনস্টল থাকার প্রয়োজন নেই। সফটওয়্যারটি দিয়ে ইমজে ফাইল, মিডিয়া ফাইল, ওপেন অফিস, মাইক্রোসফট অফিস ইত্যাদি ফাইল সমর্থন করে। এ ছাড়া টেক্সট ফাইলগুলোকে প্লেন টেক্সটে রূপান্তর করা যায়। সফটওয়্যারটির ইনস্টলার ও বহনযোগ্য সংস্করণ www.uvviewsoft.com থেকে নামানো যাবে। 

গেম খেলুন, আর আয় করুন। অনলাইনে আয় করুন। No special skill is required.

গেম খেলুন, আর আয় করুন। অনলাইনে আয় করুন। No special skill is required. 

Just be registered with the following site
http://www.cashcrate.com/ 

There are several methods of earning here like survey, shopping, offers etc. You will also get 1$ cash after joining 
to the site. And you can withdraw your money once your balance is greater than 20$

So, what are you waiting for. Just be registered with the site here http://www.cashcrate.com/ 

মাইক্রো সফট ওয়ার্ড এর কিছু টিপস

হয়তো আপনারা জানেন তারপর ও কিছু টিপস মনে করিয়ে দিলাম
১. জুম ইন বা জুম আউট এর জন্য Crt+ scroll up বা Crt+ scroll down করুন।
২. তাড়াতাড়ি সবশেষ সেভ অংশে কারসর নিতে Shift+f5 চাপুন।
৩.তাড়াতাড়ি হাইপার টেক্সট এর জন্য CTRL + K চাপুন।
৪. সব ফাইল এক সাথে বন্দ করতে shift key চেপে ধরে "File" এবং "Close All" ক্লিক করুন।
৫. undo করার জন্য CTRL + Z চাপুন।

মজার খেলা রিমোট শাটডাউন

ছাএ হিসাবে আমি খুবই ফাকিবাজ ছিলাম UAP তে ল্যাব এ আমি যতখন না প্রোগ্রামিং করতাম তার চেয়েও বেশি গেমেস খেলতাম এ কারনে আমার বাবা যখন আমার খোজ নিতে UAP তে আসতেন মাহবুব স্যার আমাকে খুব ভাল বলত যে আমি নাকি ল্যাব এ বসে বসে প্রোগ্রামিং করি আসলে আমি অনলাইনে গেমেস খেলতাম এ কারনে বড় ভাই রা আমি যে কম্পিউটার ইয়ে বসতাম সেই কম্পিউটার রিমোট শাটডাউন করে দিতেন(cmd গিয়া shutdown -r IP address ) বিশেষ করে নাহিদ ভাই এজন্য আমি বেশি খন গেমেস খেলতে পারতাম না । পরে আমিও শিখে নিলাম কিভাবে রিমোট শাটডাউন কেন্সেল করতে হয় (cmd গিয়া shutdown -a ) ফলে তারপর থেকে আমার গেমেস এর বাধা থাকল না।
আমি আশা করব আপনারা ও রিমোট শাটডাউন পলিছি জানবেন কিন্তু আমার নাহিদ ভাই আর UAP কে এখনো মিস করি।

অউটলুক এর টিপস

 আজ অউটলুক এর কিছু টিপস দিলাম ভাল লাগলে জানাবেন

আমাকে আকজন বলেছিল যে বানান ভুল এর কারনে বোসের কাছে বকুনি খায় কিন্তু আমারা অউটলুক মাইল সেন্ট করার আগে বানান চেক করতে পারি।

1.ক্লিক "Tools", সিলেক্ট "Options".
2. ক্লিক "Spelling" ট্যাব.
3. ক্লিক "Always check spelling before sending".
4. ক্লিক "OK"

আপনি কিছু সময় পর আক্তা মেইল সেন্ড করতে চান তাহলে নিচের 

১. মেইল লেখার পর , ক্লিক "Options".

২. চেক বা ক্লিক "Do not deliver before".

৩.সিলেক্ট আপনার ইছে অনুযাই সময় ও তারিখ.



৪. ক্লিক "Close" .

৫. ক্লিক "Send" .