ছাএ হিসাবে আমি খুবই ফাকিবাজ ছিলাম UAP তে ল্যাব এ আমি যতখন না প্রোগ্রামিং করতাম তার চেয়েও বেশি গেমেস খেলতাম এ কারনে আমার বাবা যখন আমার খোজ নিতে UAP তে আসতেন মাহবুব স্যার আমাকে খুব ভাল বলত যে আমি নাকি ল্যাব এ বসে বসে প্রোগ্রামিং করি আসলে আমি অনলাইনে গেমেস খেলতাম এ কারনে বড় ভাই রা আমি যে কম্পিউটার ইয়ে বসতাম সেই কম্পিউটার রিমোট শাটডাউন করে দিতেন(cmd গিয়া shutdown -r IP address ) বিশেষ করে নাহিদ ভাই এজন্য আমি বেশি খন গেমেস খেলতে পারতাম না । পরে আমিও শিখে নিলাম কিভাবে রিমোট শাটডাউন কেন্সেল করতে হয় (cmd গিয়া shutdown -a ) ফলে তারপর থেকে আমার গেমেস এর বাধা থাকল না।
আমি আশা করব আপনারা ও রিমোট শাটডাউন পলিছি জানবেন কিন্তু আমার নাহিদ ভাই আর UAP কে এখনো মিস করি।
আমি আশা করব আপনারা ও রিমোট শাটডাউন পলিছি জানবেন কিন্তু আমার নাহিদ ভাই আর UAP কে এখনো মিস করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন